বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. ফটো গ্যালারি
  15. ফিচার

আগামীকাল দেশে ফিরছেন ড. ইউনূস, হতে পারে শপথ গ্রহণ

আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এই তথ্য জানিয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনা সদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি। সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘গুজব চলছে। সেদিকে খেয়াল রাখবেন। গুজব থেকে বিরত থাকবেন। পুলিশের পুনর্গঠনে কাজ চলছে। আশা করি সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব।’দেশের নিরাপত্তা নিয়ে কোনো ব্যর্থতা থাকলে সে দায়ও নিজের কাঁধে তুলে নেন সেনাপ্রধান।

সর্বশেষ - অন্যান্য