বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগপত্র জমা দিয়েছেন আজ শনিবার দুপরে। কিন্তু, বেলা না গড়াতেই আপিল বিভাগের আরো ০৫ জন বিচারপতি পদত্যাগ করলেন। আজ শনিবার সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। পদত্যাগকারী ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। তবে প্রধান বিচারপতি তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে লেখেন, ‘সুপ্রিমকার্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিদেরকে শারীরিক হেনস্তা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুম রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’