গোপালগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময়বায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা এর ১৮/০৮/২৪ খ্রি: তারিখের এক আদেশে দেশের বিভিন্ন পৌরসভার মেয়র দের স্ব স্ব পদ হতে অপসারন সংক্রান্তে আদেশ দেয়া হয়। উক্ত আদেশে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা অপসারিত হয়। বিগত পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক বছর না যেতেই তার পৌরসভার দায়িত্ব হতে অপসারিত হতে হয়। জানা গেছে উক্ত নির্বাচনে কাউন্সিলর দের নির্বাচনে অংশগ্রহণ হলেও মতিয়ার রহমান হাজরা আওয়ামী লীগ কর্তৃক নমিনেশন নিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন এবং পৌর মেয়র হিসেবে শপথ নেন। এর আগে পূর্ববর্তী পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ ও নমিনেশন নিয়ে একটানা পাচ বছর দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস আওয়ামী সরকারের পতনের পর এলাকা ছাড়া। অন্য একটি আদেশে দেশের অন্যান্য উপজেলার মত তাকেও স্ব পদ হতে অপসারনের আদেশ প্রদান করা হয়।