নিউজ ডেস্ক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের আপামর ছাত্র-জনতা সামিল হয়েছিলেন। গড়েছিলেন ঐক্য, করেছিলেন নতুন এক বাংলাদেশ এর সূচনা।সে সকল তথ্য আমাদের সবারই জানা।কিন্তু, পদ-পদবী ভুলে ছাত্র জনতার কাতারে সামিল হয়েছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার কয়েকজন নেতৃবৃন্দ। যারা ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে নিজেদের কথা চিন্তা না করে গড়ে তুলেছিলেন ছাত্রদের সাথে ঐক্য- করেছিলেন পদত্যাগ।যার বিনিময়ে পেয়েছিলেন লাঞ্চনা- বঞ্চনা-সে সকল ছাত্রলীগ নেতৃবৃন্দের কথা জানাচ্ছি যারা পদত্যাগ করে ছিলেন ইতিহাস গড়ার জন্য ব্রজকন্ঠে বলেছিলেন নতুন বাংলাদেশ চাই।
পদত্যাগ করে যারা আন্দোলনে সামিল হয়েছিলেন:-
১. মো মাহমুদ
লেভেল -৪, সেমিস্টার -১
ডিভিএম-২৬
শিক্ষা বিষয়ক সম্পাদক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
২. নির্জন সরকার নিশু
লেভেল -৪, সেমিস্টার -১
ডিভিএম-২৬,উপ ধর্ম বিষয়ক সম্পাদক,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৩. মোঃ রবিউল ইসলাম
লেভেল -৪, সেমিস্টার -১
ডিভিএম-২৬,যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৪. আরিফুল ইসলাম আরিফ
লেভেল -৪, সেমিস্টার -১
ডিভিএম-২৬,পাঠাগার বিষয় সম্পাদক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৫. আব্দুর রহমান
লেভেল -৩, সেমিস্টার -১
ডিভিএম-২৭
অর্থ বিষয়ক সম্পাদক,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৬. সাদমান সাওন
লেভেল -২, সেমিস্টার -১
ডিভিএম-২৮
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৭. নাফিয তূর্ষ
লেভেল -৩, সেমিস্টার -১
ডিভিএম-২৭
সংস্কৃতি বিষয়ক সম্পাদক,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৮. জাহিদ হোসাইন
লেভেল -৩, সেমিস্টার -১
ডিভিএম-২৭
কার্যকরি সদস্য,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৯. নিয়ামুল ইসলাম নিহাদ
লেভেল -4, সেমিস্টার -১
ডিভিএম-২৬
ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক,কৃষি বিশ্ববিদ্যালয়
তাদের সবার পক্ষ থেকে মো: মাহমুদ Times of Bengali কে এসব তথ্য জানান।