বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. ফটো গ্যালারি
  15. ফিচার

জকিগঞ্জে পুকুর ঘাটে কাপড় রেখে কলেজ ছাত্রী নিখোঁজ

বিশেষ প্রতিনিধি: জকিগঞ্জ পৌরসভার আলমনগর গ্রামে ১৮ বছর বয়সী এক কলেজ ছাত্রী পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর পুকুরের পাড়ে তার কাপড় দেখতে পেয়ে স্থানীয়দের ধারণা ছিল, সে পানিতে ডুবে গেছে।
নিখোঁজ ছাত্রী বাবুল আহমদের মেয়ে, যিনি দুপুর ১২ টার দিকে পুকুরে গোসল করতে গিয়েছিলেন। পুকুরের পাড়ে তার কাপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ করে যে, তিনি পানিতে ডুবে গেছেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টার পরও কাউকে উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় পরিবার এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের একদিন পর সুনামগঞ্জে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। কীভাবে তিনি সুনামগঞ্জে পৌঁছালেন, তা এখনও জানা যায়নি।

সর্বশেষ - অন্যান্য