নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড.মুহাম্মদ ইউনুস আজ দুপুর ২.১০ মিনিটের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। তাকে অভ্যর্থনা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর স্বমন্বয়কবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। তারপরই শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মুহাম্মাদ ইউনুস, বক্তব্য রাখতে গিয়ে শহীদ আবু সাইদ এর কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। বক্তব্যে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন আমার উপর ভরসা রাখেন, আমরা নতুন করে দেশ গড়বো, যেখানে কেউ কাউকে হামলা করবেনা। তাছাড়া তিনি দেশবাসীকে কৃতজ্ঞতা জানান।কার্যত, আজ রাত ৮ টার সময় বাংলাদেশ সরকার প্রধান হিসেবে তিনি শপথ নিবেন।