বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. ফটো গ্যালারি
  15. ফিচার

ফরিদগঞ্জে বন্যার্তদের পাশে সিআইপির জালাল সাহেব’র পক্ষে এান সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ বানভাসি ও পানি বন্দীদের মাঝে,বিশিষ্ট শিল্পপতি দানবীর চেয়ারম্যান কাতার মার্বেল গোল্ডেন কোম্পানি কাতার বাংলাদেশ, জননেতা জালাল আহম্মেদ সিআইপি তার নিজস্ব অর্থায়নে এাণসামগ্রী বিতরণ করেন।

২৭শে আগস্ট মঙ্গলবার বিকাল ৩ টা হইতে ফরিদগঞ্জ সদর পৌরসভা পূর্ব বড়ালি, পশ্চিম বড়ালী, চতুরা,ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের আশ্রয় কেন্দ্রসহ ২শত পরিবারের বাড়ি,বাড়ি গিয়ে পানি বন্দিদের মাঝে সিআইসি জালাল সাহেবের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উক্ত এাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ছানাউল্যা,সোহেল মাস্টার, বাবুলমিয়া,জাহাঙ্গীর,আরিফ,বাবুল মিজি, তানজিদ,সিআইপি জালাল সাহেবের একান্ত ম্যানেজার মনিরুল হক মনির। এছাড়া আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় এাণ বিতরণ কালে জালাল সাহেবের প্রতিনিধিগণ বলেন সিআইপি জালাল সাহেব আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা তার জন্য ও তার মা-বাবার জন্য,পরিবার বর্গের জন্য দোয়া করবেন। জালাল সাহেব আপনাদেরকে আরো জানিয়েছেন যে এই বন্যা পানিবন্দী ভাসমান যারা আছেন ধৈর্য ও সাহস মনোবল রাখার জন্য।তিনি আপনাদের মাঝে আছে এবং সব সময় থাকবো। যেন বেশি বেশি করে আপনাদের মাঝে এান সামগ্রী দিতে পারে তার জন্য দোয়া করবেন। প্রতিনিধিগণ আরো বলেন আপনারা গরিব না প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ আপনারা ক্ষতিগ্রস্ত ক্ষণিকের জন্য, রান্না করে খেতে পারছেন না এজন্য আপনাদের পাশে দাঁড়িয়েছে।

-না/হো/পা

সর্বশেষ - অন্যান্য