ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে, সড়ক ও মহাসড় ঘুরে দেখা যায় যে; স’ মেইল মালিক তাহারা গাছের খুঁটি সড়কের দু’পাশে ফেলে রেখে যানবাহন ও মানুষ চলাচলের চরম ভোগান্তির সৃষ্টি করছে। এই সকল গাছের খুঁটির কারণে মানুষের চলাচল ও যানজটের সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে গৃদকালোন্দিয়া, রায়পুর, চাঁদপুর মহাসড়ক, রুস্তমপুর,পাটোয়ারী বাজার, রুপসা বাজার, কালির বাজার,খাজুরিয়া বাজার, বেড়ির বাজার, গোয়ালভাওয়র, নয়ারহাট, ধানুয়া বাজার সহ দু’-পাশে বেহাল দশা, বিভিন্ন সড়কের উপর গাছের খুঁটি গাড়িতে উঠা-নামা করে। এতে যানবাহন চলাচল ও যাত্রীরা যাতায়াত করতে হিমশিম খাচ্ছে। দীর্ঘ সময় যাত্রীরা তাদের গাড়ি নিয়ে অপেক্ষা করতে হয়। অনেক সময় অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা হতে পারে অনেক বেশি। গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন স্বরজমিনে গিয়ে গৃদকালিন্দিয়া বাজারের স,মিলের মালিক অলি মোল্লা ও ইসমাইল হোসেন বুলুকে জিজ্ঞাসা করলে তারা একে অপরের নাম দিয়ে এড়িয়ে যায়। কেউ দায় স্বীকার করে নাই। গাছের খুঁটি কেন সড়কের দু’পাশে এভাবে এলোমেলো করে রাখা হয়েছিল। পথচারীরা বলেন প্রতিনিয়তই আমাদের যাতায়াতের খুবই অসুবিধার সৃষ্টি হয়।তাই প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি অতি শীঘ্রই এই দুপাশের গাছের খুঁটি গুলো যেন নিষ্কাশন করা হয়। তা না হলেই প্রতিনিয়ত দুর্ঘটনা বা যান চলাচলে মানুষের চরম ভোগান্তির শিকার হতে হবে।
-না/হো/পা