বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু আন্দোলনরত শিক্ষার্থীদের যে যে উপায়ে পারে সেবা দেয়ার চেষ্টা করেছে,কেউ রাস্তায় রাস্তায় খাবার নিয়ে,কেউ পানি নিয়ে,কেউ কেউ নিজের বাসায় জায়গা দিয়ে।
সে ধারাবাহিকতায় সিলেটে নার্সিং শিক্ষার্থী আহমেদ নীল এর উদ্যোগে একটি টিম গঠন হয়, তারা আহত শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা,পানি সেলাইন বিতরন সহ নানা কার্যক্রমে সক্রিয় থাকে।
নীল বলেন- মানুষের সেবায় আমাদের ধর্ম,আর যেহেতু এটা শিক্ষার্থীদের নায্য আন্দোলন,আমরা শিক্ষার্থী হিসেবে এটায় সাহায্য করা আমাদের দায়িত্ব, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি আর ভবিষ্যতে করবো। নীল আরো বলেন, যারা আমাদের কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের অভিনন্দন জানান।