মো: নাজমুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
প্রখ্যাত ইসলামি দ্বায়ী ড.জাকির নায়েক (১৯ আগস্ট) সোমবার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে বলেন, বাংলাদেশে পিস টিভি বাংলা খুব দ্রুতই চালু হচ্ছে। একজন ব্যাক্তির প্রশ্নের জবাবে তিনি বলেন, পিস টিভি উর্দু, পিস টিভি চাইনিজ ও ইংলিশ এখনো চলছে। পিস টিভি বাংলা ও হিন্দি ও বন্ধ হয়নি। বাংলাদেশ ও ভারতীয় ব্রডব্যান্ড পিস টিভির লিংক ডাউন করে রাখায় ক্যাবল অপারেটররা তা বন্ধ করে দেন। তবে খুব শিগগিরই পিস টিভি বাংলা চালু হচ্ছে।