বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. ফটো গ্যালারি
  15. ফিচার

সমন্বয়কদের সঙ্গে নিয়ে থানার তালা খুলল পু‌লিশ

হামলা ও ভাঙচুর এবং সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ রে‌খে‌ ছিল পু‌লিশ প্রশাসন। দুই দিন পর জেলা প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম সবুর।বুধবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর থানার গেট খুলে দেওয়া হলে থানার পুলিশ সদস্যরা থানার কার্যক্রম শুরু করতে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি, মনিরুল ইসলাম প্রমুখ।
জেলার পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সারাদেশে যে সমস্ত থানায় কার্যক্রম বন্ধ ছিল, সে সমস্ত থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য আইজিপি স্যারের নির্দেশনা ছিল। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য সবার সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় হামলা ভাঙচুর ক‌রা হয়। এতে সন্ধ্যা থেকে শহরের সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ রে‌খে‌ছিল পু‌লিশ প্রশাসন।

সর্বশেষ - অন্যান্য