নিউজ ডেস্ক :-
ভারতীয় প্রবীণ কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারের মাধ্যমে বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের বন্ধুত্ব রয়েছে। শেখ হাসিনা ভারতের বন্ধু, ভারত শেখ হাসিনার বন্ধু। বন্ধুর বিপদে বন্ধু যদি না এগিয়ে আসে – তাহলে কে এগিয়ে আসবে। আমাদের সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে বলে তিনি দিল্লির প্রশংসা করেন। তিনি আরো বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশে ক্ষমতার পালাবদল ভারতের জন্য মোটেই উদ্বেগের নয়। বাংলাদেশের সাথে আমাদের পূর্বের সম্পর্ক ভালো ছিল এখনো থাকবে বলে আশা করছি। ১৯৭১ সালে বাংলাদেশকে আমরা সাহায্য করেছি, এখনো করবো। প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, বলতে গেলে নিঃসন্দেহে এটা অবশ্যই শেখ হাসিনা যুগের সমাপ্তি।কোন সন্দেহ নেই। তার বয়স ৭৬ বছর হয়ে গিয়েছে। আমি মনে করি না তিনি দেশে ফেরার জন্য নির্বাসনে রয়েছেন। তার দেশে ফেরা বোকামি হবে।