সিলেট প্রতিনিধি:গতকাল০৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মহোদয় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে আজ রাত ৯.০০ ঘটিকায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান এবং এসএমপি‘র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম সেবা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।