ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন চান পেসার রুবেল হোসেন। ক্রিকেট বোর্ডের কর্তা ও সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের নাম ও উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল হোসেন লিখেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা, এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। চান্ডিকা হাথুরুসিংহেরও বদল চাই।