গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ ১০/০৮/২০২৪ ইং শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতা কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং স্লোগান দিতে থাকেন। গোপালগঞ্জ জেলায় দায়িত্বে থাকা সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট-পাটকেল ছুড়তে শুরু করে, একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে আওয়ামী নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।
জি/ই