নিউজ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস এর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন শেখ শফিকুল ইসলাম। ১৭ আগষ্ট শনিবার তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (প্রথমে যা ঘটবে) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর ষষ্ঠ গ্রেড ও অন্যান্য সুবিধাদিসহ তিনি এই নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।