স্টাফ রিপোর্টার : রবিবার (১৮ আগস্ট) বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ বলেন :- আমাকে স্যার ভাবার দরকার নেই! স্যার বলারও দরকার নেই! আমি আপনার সন্তান হিসেবে এখানে এসেছি! আমি জনগণের পক্ষ থেকে এসেছি! জনগণের দা’বি নিয়ে এসেছি! একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি।কার্যত, কয়েকদিন যাবত আসিফ ও নাহিদকে স্যার বলতে কষ্ট হচ্ছে সচিব-আমলাদের এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিন্তু, নাহিদ তার উদারচিন্তার পরিচয় দিয়ছেন।