ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অনলাইন নিউজপেপার টাইমস অব বাঙালির সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন মোছাব্বি মাশরাফি।
একসময়কার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর,ডিরেক্টর, সামাজিক সংগঠক, মোছাব্বি মাশরাফি সাইফুল আনুষ্ঠানিক ভাবে টাইমস অব বাঙালির সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেয়ার পর উনি বলেন, আমি এই দায়িত্ব টা বেশি দিনের জন্য নেই নি,কারন আমি মনে করি সম্পাদকের মতো পদবিতে আমার মত নগণ্য মানুষের জন্য না।
আমি উক্ত নিউজপেপারের, উচ্চপদস্থ কর্মকর্তার কথায় দায়িত্ব নিয়েছি, এবং আশা করি এটাকে খুব শীগ্রই গুছিয়ে, সব কিছু আগের মতো করে, এই পদের মর্যাদাপুর্ণ ব্যাক্তির কাছে হস্তান্তর করে দায়িত্ব থেকে সরবো, এর আগে পর্যন্ত সবাই দোয়া করবেন, যেনো সুন্দর ভাবে পরিচালনা করতে পারি।