দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক এবং বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী সাংবাদিক কালাম আজাদ কারামুক্ত হয়েছেন গতকাল সন্ধ্যায় নাটোর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
বর্তমানে তিনি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা:মো: ইউনুস আলী’র তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
উল্লেখ্য ২০১৮ সালে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এবং তিনি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।