গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের কাছ থেকে পুলিশের পোশাক, হ্যান্ডকাপ, পুলিশের বেল্ট, রিভলবার রাখার কাভার, পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় জনতা জানিয়েছেন, বৃহম্পতিবার রাত ১২টার দিকে কাশিয়ানী থানার জোতকুরা গ্রামে একটি মাইক্রোবাসে চড়ে ডাকাতি করতে এলে স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে সন্দেহ হলে ৬ জনকে ধৃত করে এবং সাথে থাকা দুইজন দৌড়ে পালিয়ে যায়। ধৃত ০৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।