ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ২২ আগস্ট তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগ দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় মেননকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।