বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে। এ যেন নতুন এক বাংলাদেশ। রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিকের কাজ সবটাই সামলাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
সেই ধারাবাহিকতায়, সিলেটের প্রাচীন বিদ্যাপীঠ দক্ষিন সুরমা সরকারি কলেজের সেচ্ছাসেবী সংগঠন, ভলেন্টিয়ার অফ দক্ষিন সুরমা সরকারি কলেজের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা গত ০৮ আগষ্ট ২০২৪ ইং সিলেট নগরীর চৌহাট্টা,জিন্দাবাজার,হাওয়াপাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন।
পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ভলেন্টিয়ার অফ দক্ষিণ সুরমা সরকারি কলেজের প্রতিষ্টাতা সারোয়ার জামান বলেন- দক্ষিণ সুরমা কলেজের ২০২০-২১ সেশনের সেচ্ছাসেবী সুমাইয়া জান্নাতের পরিকল্পনায় এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালানো হয়, তিনি আরো বলেন – এই দেশ আমাদের, দেশ গড়ার দায়িত্বও আমাদের। আমাদের সকলের উচিৎ এক সাথে কাদে কাদ মিলিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সচেতন হলে সমাজ এবং রাষ্ট্র উপক্রিত হবে।