বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।ইউজিসির নতুন সচিব হিসেবে ড. মো. ফখরুল ইসলাম আজ রোববার বিকেলে যোগদান করেছেন।তিনি ইউজিসির যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার আগে ইউজিসির সচিব (পদ থেকে সরানো হয়েছে) ড. ফেরদৌস জামানকে সরিয়ে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।