মো: নাজমুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক একাউন্ট সচল হয়েছে। কার্যত, তত্তাবধায়ক সরকারের সময় থেকে তার ব্যাংক একাউন্ট ফ্রীজ করা হয়।আওয়ামী সরকারের আমলে বিএনপি থেকে বারবার অনুরোধ করা হলেও তা কিন্তু সচল করেনি আওয়ামী সরকার। সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখার মাধ্যমে এসব অ্যাকাউন্ট সচল করে দেয়া হয়েছে বলে জানা গেছে।